ঢাকাই চলচ্চিত্রের তরুণ তারকা পূজা চেরি সম্প্রতি যোগ দিয়েছেন নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ে। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এই সিনেমায় প্রথমবারের মতো তাকে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বহুল প্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী।
ছবিটির মহরত অনুষ্ঠিত হয় সম্প্রতি এক জমকালো আয়োজনে। সেখানে পূজা চেরি বলেন, “আমার কাছে বিয়ে মানে কোনো অধ্যায়ের শেষ নয়, বরং জীবনের একটি নতুন শুরু। এই সিনেমার চরিত্রেও সেই নতুন শুরু খুঁজে পাবেন দর্শক।”
‘দম’ সিনেমাটির গল্পে প্রেম, দ্বন্দ্ব এবং আত্ম-অন্বেষণের আবেগময় সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, সিনেমাটি আধুনিক প্রেম ও জীবনের বাস্তব অভিজ্ঞতার গল্প বলবে, যা তরুণ প্রজন্মের সঙ্গে সহজেই সংযোগ ঘটাবে।
দীর্ঘ বিরতির পর পূজা চেরির এই প্রত্যাবর্তনকে অনেকে তার অভিনয় জীবনের দ্বিতীয় অধ্যায় হিসেবেই দেখছেন।
সিনিয়র রিপোর্টার: শেখ নাদিম হোসেন নিলয়
নিউজ রাইটার: তৌসিফ খান
মন্তব্য করুন